আমাদের কথা খুঁজে নিন

   

শীতার্ত পঙক্তিগুচ্ছ

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

১ ঝরো অলৌকিক পাতারা, বিরুদ্ধ বাতাস এখন নিরীহ পেনিনসুলায়, ঝরো সুতীব্র সুর নয় বিষাদের আস্ফালনে ; দিন এখন পরাজিত সাগরপাড়ে । ২ বসে আছি মগ্ন কবি ; অভাবের আনন্দমিছিল ল্যান্ডস্কেপে বজ্রঠোঁট কাকের দল , অতি-পুরাতন সোহেলির নীল রুমাল , দুঃখ ধারায় অতি-অপরিসর । ৩ কে আসে নেমে , পাহাড়ে মেঘেদের ধূসর চাদর বৃষ্টি নাই, ওমহীনতার থরথর বুক কেঁপে উঠলেও থামতে হবে ; উত্তাপ পাহাড়ে যায়নি কোনদিন । ৪ তুষারে কুঁড়ি ঢেকে সাকুরা, সাকুরা সাদা হেসে উঠার ক্ষণ গুনে নির্বিবাদ ঘোলা আলোয় কিভাবে যে বসে থাকো , বুঝি না যুগ শেষেও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।