সন্ধি মুহিদ
এই যে বাতাসে শীত শীত গন্ধ,
অথচ সারারাত জেগে আমি শীতের হাতে হাত রেখে চলতে পারি না।
ঘুম ঘুম কুয়াশা আমার চোখ চেপে ধরে,
রাস্তায় হলুদ ল্যাম্পপোস্ট, রিকশার টুংটাং,
চা-ওয়ালা মামার দোকানের শীতগ্রস্ত লোকের সোয়েটার, কানটুপি,
ধোঁয়া ওঠা কেটলি, কুণ্ডলী পাকানো কুকুর,
কেউই জানে না আমার কথা-
যে আমি ঘরে বসেও মনে মনে উড়ে উড়ে শীতের রাতে
তাদের হাতে- হাতে হাত ছুঁইয়ে উষ্ণতা বিলিয়ে দিতে চেষ্টা করি।
হায় কবিতার ছেঁড়া পাতা, উড়ে যা না!
শীতের হাতে গুঁজে দে এই বিচ্ছেদ-বার্তাখানা।
১৫-১২-১৩
শীতার্ত অক্ষরমালা
সন্ধি মুহিদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।