আহসান জামান
আছি অই জলের দাগে, চিহ্নে এঁকে সবটুকু অনুতাপ;
দেহ থেকে খসে পড়ে অযত্নের অযুত দিনের আলো
আর খচিত অন্ধকারে খুঁজে নিও তুমুল হাহাকার।
পুঁতে রাখা সাড়ে তিন হাত ঘরের নিশানায়
রেখে দিও পৃথুলার কোমল বৃষ্টিজলে
আকাশের শাদা পরীদের নাচ-নুপূরের একএকটা সময়ের পালক
স্বযত্নে গেঁথে যায় বিষণ্নমৃণাল আর না-পারা খোপের ফসিল
খুঁজে ফিরে চৈতন্যের হারানো বকুল।
ভুলে যাওয়ার আগে, হে গ্লানি আমার!
মোহন উষ্ণতায় পড়ে নিও হারানো আলোর দ্যুতি;
শৈবালে চকচকে জোছনাছায়া; রোদ্দুরে শুকায় খরাকান্না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।