আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ আর শিবির : দুই উগ্রবাদের লড়াই...................

বল বীর! চির উন্নত মম শির!

এইচ এস সিতে যে কলেজে পড়তাম সেটা ছিল একটা অনার্স কলেজ। ছাত্র রাজনীতি খুব ভালমত চলতো সেখানে। মাঝে মাঝে ধুন্দমার লেগে যেত। লক্ষ্য করে দেখেছি এই মারামারিতে সবসময়ই এগিয়ে থাকত দুইটা দল শিবির আর ছাত্রলীগ। ছাত্রদলের সাথে কোন ঝামেলা হলে ছাত্রদলের নেতারা প্রথম ধাক্কতেই ক্যম্পাস থেকে পালাত।

অথচ কলেজ নির্বাচনে ছাত্রদলের জয়ের আধিক্য সবসময়ই বেশী ছিল। গরম রাখত শিবির আর লীগ। আমার দেখা দুই চরমপন্থী দল। কিছু হলেই এরা মারামারি শুরু করে দিত। আমার মনে হয় সারা দেশেই একই অবস্থা।

সরকার বদলের সাথে সাথে ছাত্রদলের নেতারা দৌড়ের উপর। কিন্তু চরমপন্থী শিবির পুরোদমে চালিয়ে যাচ্ছে। মইন ইউ ১/১১ এর অন্যতম কারন হিসাবে যে মারামারিটার কথা উল্লেখ করেছিল সেটাও কিন্তু আওয়ামিলীগ আর জামাতের মধ্যে হয়েছিল। কিন্তু ১/১১ পর দেখা গেল ক্ষতি সবচেয়ে বেশী হয়েছিল বিএনপির। কারন একটাই উগ্রবাদীদের সাথে না পেরে শেষে আপস করতে বাধ্য হইছে মইন গং।

জবাই হইছে মধ্যপন্থী দলটা। আমার মনে হয় শান্তিপ্রিয় মানুষের উচিৎ সকল উগ্রবাদকে না বলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.