ছাত্রলীগ নেতৃত্বে শিবির: আশরাফ
ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্ব জামায়াত সমর্থকরা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সাধারণ সম্পাদক ও সরকারের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েও চারটি হলে ছাত্রলীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নিয়ে আছে ছাত্রশিবির।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র শিবিরের সংঘর্ষে একজন নিহত হওয়ার পরই মঙ্গলবার তিনি একথা বলেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করতে চাই না।
এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা মঙ্গলবার দুপুরে এক সমাবেশে দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকরের মৃত্যুর পেছনেও শিবিরের ইন্ধন ছিলো।
তিনি বলেন, "এ এফ রহমান হলেও ছাত্রলীগের অন্তর্কোন্দলের সুযোগ নিয়ে আবু বকরকে হত্যায় শিবিরের হাত ছিলো।"
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকের পর স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ সাংবাদিকদের বলেন, জামায়াত আমির মতিউর রহমান নিজামীর উস্কানিতেই ওই সংঘাত বেঁধেছে।
আওয়ামী লীগ সমর্থিত সংগঠনে শিবিরের এ তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি কেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি তারা কয়েকদিন আগেই জেনেছেন।
সূত্রঃ বিডিনিউজ২৪.কম
------- ব্যাপারটা কি বুঝতে পারছিনা! এসব আওয়ামী ছাগলদের মাথায় কি ঘিলু দুরে থাক, গোবর নামক কোন পদার্থও নাই?!!... তারমানে কি আশরাফ গর্দভ বলতে চাচ্ছে যে তারাও এখন জামাতের দ্বারা পরিচালিত হচ্ছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।