বিভিন্ন জনসভায় একটি কথা প্রায়ই আমাদের রাজনীতিবিদরা বলেন, 'ইতিহাস থেকে শিক্ষা নিন। ' কিন্তু তারা নিজেরাই ইতিহাস থেকে শিক্ষা নেন না। বিএনপি ২০০৮ এর ২৯ ডিসেম্বরের নির্বাচনে কেন পরাজিত হলো? তারা এর উত্তরে বলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারনে তারা হেরেছেন। ২০০১ এর ১ লা অক্টোবরের নির্বাচনে বিএনপি-জামাত জোট কেন জিতেছিলো? ২০০১ ও ২০০৮ এর দু'টি নির্বাচন নিয়েই আওয়ামীলীগ-বিএনপি'র পাল্টাপাল্টি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ রয়েছে। দু'টি অভিযোগই উড়িয়ে দিতে পারিনা।
কিন্তু ২০০৮ এর নির্বাচনে বিএনপি'র গো'হারা হারার পিছনে তারেক রহমানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগও দায়ী। দূর্নীতির বরপুত্র হিসেবে সুনাম কুড়ানো তারেক রহামান ও তার বন্ধুরা সাড়াদেশে বিএনপিকে ডুবিয়েছেন। কোনদিন তাকে দূর্নীতির অভিযুক্ত হতে হবে , জেল খাটতে হবে এটা হয়তো কখনও তিনি ভাবেননি। অবশ্য যারা ক্ষমতায় যায় তারা কখনও ভাবেনা তাদের কোনদিন পতন হতে পারে। যাই হোক আজ পত্রিকায় দেখলাম সিলেটে বিগ্রেডিয়ার (অব হান্নান শাহ বলেছেন ,'তারেক রহমান দেশের বাইরে থাকলেও তার পথ ধরেই হাটবে বিএনপি।
তার শুরু করা তৃনমূল প্রতিনিধি সম্মেলন আবারো চালু করা হবে। '
শুধু এটুকুতে যদি বিএনপি'র হাটা সীমাবদ্ধ থাকে তাহলে ভালো। এ ধরনের বিষয় যেকোন দলের জন্যই ভালো। কিন্তু ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে যদি বিএনপি না শোধরায়, দূর্নীতির অতীত পথ থেকে না ফেরে তবে দলের জন্য তা মন্দ হবে। এ হাটা সামনে হাটা নয় পেছনে হাটা হবে।
#
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।