যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।
গত বইমেলায় ছোটদের জন্য একটা ছড়ার বই করেছিলাম। নাম ছড়ার ডিম। ছড়ার ডিমের সর্বশেষ ছড়ার শেষ কয়েকটা লাইন ছিল এরকম-
.......
তবু বুক সেলফের বইগুলো কমে না
মোজাম্মেল ভাই তাতে একটুও দমে না
লিখে যান ছড়া তিনি জানি না কী আশাতে
ঠোঙ্গার ব্যাপারিরা আসে তার বাসাতে
কাগজের ঠোঙ্গায় ছড়া লিখে শেষে
মোজাম্মেল ভাইয়াটা হীট সারাদেশে।
ব্যাস।
মোজাম্মেল ভাইয়াটা ছড়িয়ে গেল চারদিকে। আমার সমসাময়িক লেখক বন্ধুদের কাছে আমার নাম হয়ে গেল মোজাম্মেল ভাইয়া। এটা সম্বোধন না, টাইটেল। আর টাইটেল ছড়ায় বাতাসের আগে। খবর নাকি ঘর থেকে বাহিরে ছড়ায়।
আমার বেলায় বাহির থেকে এ খবর ঘরে এলো। এখন আমার বউও আমাকে মাঝেমধ্যে ভাইয়া ডাকা শুরু করেছে।
ছোটদের জন্য বেশি লিখি বলেই আমার অধিকাংশ পাঠক ছোটরা। আমারই ভাতিজা-ভাগিনা। ওরাও এই ছড়া মুখস্ত আউড়ায়।
ওদের কাছেও আমি এখন মোজাম্মেল ভাইয়া। কী সর্বনাশের কথা ! কী করা যা ? কী করা যায় ? উপায় একটা পেয়ে গেলাম শেষতক। কাঁটা দিয়ে কাঁটা তোলার মত। এবারের বইমেলায়
ছোটদের জন্য,
আমার আদরের পিচ্চিপাচ্চিদের জন্য
গল্পের বই
আঙ্কেল মোজাম্মেল একটি প্রজাপতি ও বোকা দৈত্য
বইমেলায় প্রতিভা প্রকাশ, ৪৫০ নং স্টলে সাজানো আছে।
ছোট ছোট ফুটফটে বাচ্চারা এসে জানতে চায়
- আঙ্কেল, হাসির গল্পের বই আছে ?
কেউ কেউ এসে বলে
- আঙ্কেল, ভূতের বই নেই ?
সেলসম্যান তখন চামে-চামে আমার বইটা বের করে দেয়।
বলে
-আঙ্কেল, এই বইটা তোমাদের জন্য।
শেষাংশ
[আমি ফাইস্যা গেছি মাইনকা চিপায়...]
মেলায় কলেজ ভাসিটি পড়ুয়া ষোড়ষীগণ তাদের পিচ্চিপাচ্চিদের জন্য আমার বইটা কথনো সখনো কিনে আবদার করে
-আঙ্কেল, একটা অটোগ্রাফ প্লিজ !
মাইনকা চিপা নাম্বার ০২
বাহিরের খবর যেভাবে ঘরে আসা শুরু করেছে, তাতে পরিবার নিয়ে এবার ও খানিকটা চিন্তায় আছি। আমার শ্যালিকারা ওদের বান্ধবীদের কাছে ছড়িয়ে দিয়েছে আঙ্কেল মোজাম্মেল ...এর নাম। আশা করি সহসাই এ নামে পরিচিতি মিলে যাবে। এই খবরটা কেউ দয়া করে আমার পরিবারের কাছে পৌঁছাবেন না প্লিজ !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।