অনেক কিছু জানতে ইচ্ছে করে...
আমার একটি স্মরনীয় স্মৃতি
এটা হল আজ থেকে প্রায় ১০,১২ বছর আগের কথা। আমি তখন ক্লাশ ওয়ানে পড়ি। আমরা থাকতাম গ্রামের বাড়িতে। গ্রামের পড়াশোনার প্রতিকূল পরিবেশ দেখে আমার বাবা-মা ভাবলেন এখানে থাকলে আমি পড়াশোনা করতে পারব না। এবং তাই তারা আমাকে নিয়ে আসলেন রাজশাহী জেলার অন্তর্গত ছোট একটি মফস্বল শহরে।
ছোট বেলা থেকে আমার এবং বাবার ইচ্ছা ছিল আমি গান শিখব ও গাইব। অতঃপর আমার প্রথম শিক্ষাগুরু শ্রী মঙ্গল চন্দ্র দাস স্যারের কাছে ভর্তি হলাম এবং গান শিখতে লাগলাম। ২ বছরে আমার গানের প্রতি বিশেষ আগ্রহের দ্বরুন খুব ভাল দতা অর্জন করলাম। আমার ভাল ফলাফল দেখে আমার স্যার আমাকে খুশি হয়ে দুটি ছড়া গান শেখালেন। সেই গান দুটো আজও আমার মনে পড়ে এবং আমি মাঝে মাঝে গাই।
এটা শুনে আমার বন্ধুরা আমাকে নিয়ে প্রায়ই ঠাট্টা করে। যা হোক, ছোট বেলা থেকে আমি তাল ও লয় সম্পর্কে খুবই যত্নবান ছিলাম। গানে তাল কাটত কম। একদিন স্যারের রুমে বসে গান প্রাক্টিস করছি। এমন সময় স্যার বললেন তোমাকে আগামী ২৬ শে মার্চের এক অনুষ্ঠানে গান গাইতে হবে।
আমিতো শুনে ভয়ে একদম শেষ। কারণ এর আগে কোন দিন স্টেজে উঠে হারমোনিয়াম বাজিয়ে গান গাইনি। মনে মনে সন্দেহ হচ্ছিল আর ভাবছিলাম আমি কি পারব ? তারপর সেই স্মরনীয় দিন। ২৬ শে মার্চ সন্ধা ৭.০০ টা। অনুষ্ঠান শুরু হল।
২ জন শিল্পী গান গাইল। এবার আমার পালা। আমাকে স্টেজে ডাকা হল। আমি উঠে গেলাম। ভয়ে তো আমি একদম আমি থর থর করে কাঁপছি।
অতঃপর স্টেজে উঠলাম। উঠে দেখি আমার উচ্চতা থেকে ৪ ইঞ্চি বড় টেবিল এবং তার উপরে আছে হারমোনিয়াম। কিন্তু আমাকে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে হবে। আমি যখন টেবিলের কাছে গেলাম তখন আমাকে আর দেখাই যাচ্ছে না এবং আমাকে দেখে দর্শকরা সবাই হাসাহাসি করছে। তারপর স্যার আমাকে টেবিলের উপর তুলে বসিয়ে দিলেন।
এবং বললেন, তুমি ভয় পেওনা আমি তোমার পাশেই তবলা বাজাব। বুকে একটু সাহস এল। আমি গান গাইতে শুরু করলাম। গানটা হল আমরা শিশু আমরা কচি আমরা ছাত্রদল । গানটা খুব মনোযোগ দিয়ে গেয়েছিলাম এবং দর্শকরাও খুবই নীরব হয়ে শুনেছিল।
গান গওয়ার শেষে সবাইতো অবাক, সবাই বলছিল এতটুকু ছেলে হারমোনিয়াম বাজিয়ে গান গাইল ! । সেদিন একদিকে যেমন ভয় লাগছিল অন্যদিকে আবার খুশি খুশিও লাগছিল। এই দিনটা ছিল গান শিখে জীবনের প্রথম কোন স্টেজে আমার গান গাওয়া।
এটা সারা জীবন আমার স্মৃতিতে উজ্জল হয়ে থাকবে।
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।