যা কিছু করবো সত্য, যা থাকবে যুক্তিও তর্কের উর্ধে।
১
আমার কলম-কে আমি জেগে তুলি
দিনহীন রাত্রির নৈশগানে।
যখন বিহঙ্গের ডানা থেমে যায়
স্তব্ধ হয় সমূদ্রের ঢেউ।
আর জন্মনেয় আমার কলম দ্বারা
জীবনের স্পর্শকাতর কাহিনী গুলো
যা জমাপড়ে শুধুই স্তম্ভীত
অন্ধকার রাত্রির বন্দনায়।
২
আমার ভাষা গুলো শব্দময়
জোসনার রাতে
হাজার মানুষের মাঝে
নতুন করে জগত বিখ্যাত হয়
তারাদের কোলাহলে
সৃষ্টি হয় এক নতুন উপাস্যনা
মুহু-মুহু ঈশ্বরের ডাক
প্রতিধ্বনিত করে নীলের মহিমা।
অব্যক্ত সৃষ্টির না-দেখা অনূসূচনায়
চাঞ্চল্য হয় উত্তেজিত তেপান্তর
মরমী কষ্টের নীরব কল্লোলে
রয় একাকিত্ব।
৩
আর জোনাকির টিপ-টিপ
রুপের প্রদীপে ঘর্নিভূত হয়
শিষ্ট আবেগ
চেনা-হীন ধরনীর উত্তাপে
নজর বন্দি রয় কতনা অসংখ্য
এই চিবুকে জমা-পড়ে
ভাষাহীন কষ্টের ডালি
চাঁদ তারার মাঝে অবশিষ্ট
ছাঁয়া পথের মতো
দুলকিতে থাকে সমস্ত উপমা
দেখা যায় নগর সভ্যতা
দেখা হয় ভোরের ডাক
পাখিদের দল ছাড়া
কান্নার বিষন্ন বেদনায়।
৪
নিয়মের ঘর গুলো ভরে যায়
অনিয়মের ঘরগুলো উছলে পড়ে
অজস্র সাড়া জাগায়
একে একে দুই
আর অস্তমৃত সূর্য্যের মতো
নিদর্শন হয়ে থাকে পৃথিবীর ইতিহাসে
এসব চলতে থাকে
চলতে থাকে
চলতে চলতে........
৫
একদিন আমার ব্যথাতুর কলম
অন্ধকার রাত্রির আধারে জেগে ওঠে
সে-লেখতে থাকে
মাটির কান্না
বৃক্ষের উৎসব
সমূদ্রের ঢেউ আর বাতাসের হুংকার
আমি জেগে উঠি জোসনার রাত্রিতে
আমি জেগে উঠি ভোরের
লাল সূর্য্যের একচিল্তে হাশিতে
আর ভাসতে থাকি
ইতিহাস কে সাক্ষিকরে
পৃথিবীর তাপ মাত্রায় সুনিপন
সৃষ্টির গভির চেতনা নিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।