আমাদের কথা খুঁজে নিন

   

উপস্থাপনা!! এক আতঙ্কের নাম

‍েছাট্ট একটা খুপরি, তার নাম আবার ‍েসল, কারাগার নয় কিন্তু বন্দি থাকত‍ে হয় সকাল নয়টা থ‍েক‍ে বি‍ক‍েল পাঁচটা পর্যন্ত

অনেকদিন পর আবারও ব্লগে এলাম। সময় করতে পারছিলামনা। যথেষ্ট কারণও আছে বটে। অফিসে খুববেশি ব্যস্ত হয়ে গেছি। আগে তো অফিস থেকেই ব্লগে ঢু-মারার সুযোগ পেতাম।

কিন্তু এখন কাজের চাপ এত বেশি যে ফুরসৎ ই মেলে না। যাই হোক। আজ ট্রেনিং এ উপস্থাপনা পর্ব ছিল। উপস্থাপনায় আমি বরাবরই লাড্ডু। উহ ট্রেনিং বলতে বেসিক ট্রেনিং।

প্রতিদিন ক্লাশ, সকাল দশটা থেকে সণ্ধ্যা ছয়টা পর্যন্ত। টানা। মাঝখানে লাঞ্চ এর বিরতি। তিনদিন বাদে বাদে পরীক্ষা। আজ ছিল ফাইনাল প্রেজেনটেশন।

শুরু হয়েছে এক ঘন্টা পর। সবাই মুটামুটি টেনশনে ছিলাম। প্রথম দিকে আমি খুব একটা টেনশন ফিল করিনি। কিন্তু যখন আমার পালা এল টেনশনে ঘামছিলাম। ডায়াসে গিয়ে শুরুটা ঠিকমতই করেছিলাম কিন্তু বিপত্তি ঘটল ঘামায়।

শালার ঘাম আমার মাথা বেয়ে পড়তে থাকল। এসি চলছিল। তারপরও ঘামছিলাম। এবং এই শীতের মধ্যে তা সবারই নজর এড়াল না। পরবর্তীতে স্যার সমাপনী বক্তব্যে সবার সমস্যা গুলো তুলে ধরলেন।

আমার বেলায় বললেন আমি কি এমনি এমনি ঘামি কিনা। কি বলব স্যারকে এটা আমার সমস্যা। আমি জানি না কেন এমন হয়। দেখেছি অনেক সময় কোন ভ্যালুড কাস্টমারদের সাথে কথা বলতে গেলে আমার কপালে ঘাম জমতে থাকে। একবার এক ডাক্তারের কাছে গিয়ছিলাম।

ডাক্তার বললেন সময়ে ঠিক হয়ে যাবে। কিন্তু কৈ?? ঠিক তো হচ্ছে না। বরং দিন দিন আরো খারাপ অবস্থা হচ্ছে। আপনাদের কারো জানা মতে কোন ভাল ফিজিশিয়ান/কনসালটেন্ট থাকলে জানাবেন প্লিজ। বিয়ের বয়স চলছে।

পাত্রী পক্ষের সামনে যদি ঘেমে নেয়ে একাকার হয়ে যাই ব্যাপারটা কেমন হবে বলূন তো। ধন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.