আমাদের কথা খুঁজে নিন

   

বাধ্যতামূলক আত্মহত্যার প্রথম পাঠ-০২

“শোনেন, আমার কথা কেউ বিশ্বাস করবেন না, কঠিন কঠিন সব মিথ্যা বলতে আমি অভ্যস্ত”।

দয়াকরে জবাব দিন, যে জিনিসটা আমি খুঁজছি তা কি আপনি দেখেছেন? যদি মুখে বলতে আপত্তি থাকে তবে হাত নেড়ে কিংবা চোখের ঈশারায় মাথা নাড়াতে পারেন। একটা গাছ বা দেয়াল দেখিয়ে বলতে পারেন যে, ‘এটাই একমাত্র বিশ্বস্ত সন্ধান দাতা। ’পাহাড় বা সমুদ্র দেখিয়ে বলুন যে, ‘ইহা অনুবাদ সহকারে পড়ে ফেলুন, এতেই খোঁজ করা জিনিসটা পেয়ে যাবেন। ’ একবার এক দৈত্য তার বিশাল শরীর নিয়ে দু’পা দুটো পাহাড়ে রেখে বলেছিল,আমার নিচে দিয়ে চলে যাও,ওই জগতে পেয়ে যেতে পার তোমার কাঙ্কিত জিনিসটা।

” তখন ভয় পেয়ে পিছিয়ে এসেছিলাম। দয়া করে আপনি কি এমন কোন দৈত্যের খোঁজ দিতে পারেন, যে দু’পায়ের ফাঁক গলে অন্য জগতে যাওয়ার গ্যারান্টি দিতে পারে? আর কাউকে বলিনি সত্যি কথাটি, আপনাকে বলছি। সে অনেক কাল হল গাছ হয়ে পরে আছি রাস্তার মোড়ে, পাতা হয়ে ঝরে পরছি, উড়ছি, খোঁজছি গন্ধ হয়ে। পরিবহন ব্যয় বাদ দিলে দাশ হিসেবে সম্পূর্ণ লভ্যাংশ ধরে নিয়ে আমাকে আপনার সেবায় নিয়োজিত করতে পারেন। আপনি চাইলে হ্মরার দিনে বৃষ্টি হয়ে ঝড়ে পড়বো শস্য হ্মেতে, পাথর হয়ে পরে থাকব আপনার বাড়ির পাশে।

পানি হয়ে ঝরে যাব শোকের দিনে। প্রতিটি মৃত্যুর জন্য আমাকেই কাঠগড়ায় দাড় করাব। সমস্ত অনৈতিক কর্মকান্ডের পহ্মে সাহ্ম্য দিব। বলব, আমাকে দেখুন, আমিই “সত্য”। দয়া করুন, আমার প্রতি এত নির্দয় হবেন না।

ছুড়ে ফেলা থুথুর চেয়ে নিকৃষ্ট, বিতাড়িত আমি, আত্ম হননের স্বিদ্ধান্ত নিয়ে বসে আছি। এটুকু মিথ্যা বলতে কিংবা ছলনা করতে একটুও দিদ্ধাবোধ করবেন না। বলুন যে, দেয়ালের পর দেয়াল ছুয়ে ছুয়ে যে পথ পাড়ি দিয়ে এসেছি, তা বদ্ধ ঘরে টুকা দেয়া নয়। ভাগ্যাহত এক করুন সূন্দর্যের মুখুমুখি আমার মন সারি সারি মানুষের কৌতুহলি চোখের অস্থির পরিক্রমা। সবুজ পাতার ভাজে জমে থাকা দুঃখদের বলুন ঝরে পরতে।

শয়তানকে বলুন, “ঘৃণার যে তীব্র শক্তি তা যেন আমাকে দেয়া হয়। ” পলাতক সময় আমাকে যেন শাসিয়ে যায়। আমার ভেতর যে সত্বাটি লুকিয়ে আছে তাকে বলুন জল্লাদের পোষাকে হাজির হতে। দয়া করুন, বলুন যে,“আমার মৃত্যুর জন্য আপনি একটুও লজ্জিত নন। ”


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.