আমাদের কথা খুঁজে নিন

   

ধোঁকা

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

কেউ যদি কাউকে যদি ধোকা দেয় । আর যে ধোকাঁ খেয়েছে সে যদি যে ধোঁকা দিয়েছে , তার উপর অনেক আস্থা রাখে , তাহলে কেমন হয় । আমার তো ব্যাপারটা অনেক খারাপ লেগেছে । যদিও এর সাথে আথির্ক সম্পর্ক আছে , তবুও বিশ্বাস ভেঙ্গে যাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার । অর্থ জীবনের তেমন বড় ব্যাপার না ।

কিন্তু যখন বিশ্বাস ভেঙ্গে যায় , তাহলে নিজের ভেতরটা খানখান হয়ে যায় । না, আমি আর ঘটনার পুনরাবৃত্তি করতে চাই না । কারণ এতে কিছুরই পরিবর্তন হবে না । তবে একটু খারাপ লাগছে এতটুকুই । এরপর থেকে মানুষের উপর বিশ্বাস রাখা আমার অনেক কষ্ট হয়ে পড়বে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।