ব্লগের এই পাতায় আমারই রাজত্ব
বইমেলা শুরু হবার কয়েকদিন আগে বাসায় এসেছিল কয়েকজন বন্ধু। উদ্দেশ্য আড্ডা দেওয়া। প্রথমে তাদের মধ্যে একজন বলল এই বইমেলায় একটা বই প্রকাশ কর। বাকিরাও সঙ্গ দিল ওর সাথে। রাতে ফেসবুকে বসা।
চ্যাটে শাহিন এসে বলল দোস্ত এবারেই বই প্রকাশ কর। হাতে টাকা ছিলনা। আর প্রকাশকেরা তো নতুন লেখকের কাছ থেকে টাকা না নিয়ে বই প্রকাশ করবেননা।
তখন সে আর কিছু জানালনা। ৪/৫ দিন পর কয়েকজন বন্ধু হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল লাগলে আরও দেবে কিন্তু এবারেই যেন বই প্রকাশ করি।
নামলাম ওদের উৎসাহে কাজে। গতকাল প্রচ্ছদ ঠিক করলাম। বাকি সব ঠিক থাকলে ১২ তারিখ নাগাদ বই আসবে বইমেলায় শাহীন প্রকাশনী এবং রেয়ার বুকস এর স্টলে।
গল্পগ্রন্থঃ ধোঁকা
প্রকাশকঃ শাহীন প্রকাশনী
মুল্যঃ ১০০ টাকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।