ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
আমার মোবাইল দিয়ে পিসির স্ক্রিণ দিয়ে তোলা--বাইরের কর্পোরেট পিসিতে ছিলাম বলে স্ক্রিণশট নেওয়া যায় নি...
অনলাইনে আমার আগে সাঈফ শেরিফ আর তামীম ইরফান দুইজন যাওয়া আসা-করছিল....তামীম আমার অনুরোধে লগ আউট করে...সাঈফও করে কিন্তু আপসুস সে ফাকে অজানা এক ব্লগার ১ম স্হানটা দখল করে
আপডেট: ব্লগার তামিম ইরফান আমার প্রথম হওয়া নিয়ে একটা স্ক্রিণ শট রেখেছেন। আমি মিস করেছিলাম সেটা।
যাউগ্গ্যা এটা থেকে শিক্ষণীয় বিষয় হলো ব্লগে খরা চলতাছে....সো সেই ফাকে জেনে নিন কিভাবে শটকার্ট ব্লগার হবেন [ডিসক্লেইমারঃ সাম্প্রতিক ব্যাপক হারে পোষ্ট হওয়া পোষ্ট গুলোর সাথে এইগুলোর মিল কাক+তাল মাত্র]
১. আগে বিজয় ফন্টের বাংলা ইউনিকোডে কনভার্ট করা লাগতো...এখন বিডিনিউজ ছাড়াও বেশীর ভাগ পত্রিকাই ইউনিকোডে....সো সিলেক্ট+কপি+পেষ্ট
২. একটু গবেষণা ধর্মী হলে ঢুঁ মারুন উইকিপিডিয়া বাংলায়....দু-এ লাইন লেখে বাকীটা কপি+পেষ্ট..সুত্র উইকিপিডিয়া লিখতে ভুলবেন না
৩. অন্য ব্লগের লেখা (বা এই ব্লগেরই আগের লেখা, অন্তত: বছর খানেক আগের) সিলেক্ট+কপি+পেষ্ট...স্মরণ রাখতে হবে এই ব্লগের ব্লগার হলে উনি এখন অনিয়মিত কিনা আর অন্য ব্লগের হলে সে এই ব্লগে ব্লগিং করে কিনা
৪. একটু কষ্ট করার ইচ্ছা থাকলে যে কোন পত্রিকার ছবি বা সাইটের স্ক্রিণশট নিয়ে পোষ্ট দিতে পারেন
৫. চেইন মেইলা পাওয়া যাবতীয় মেইল+ফেসবুকে পাওয়া যাবতীয় ফান ছবি নিয়েও সহজে পোষ্ট দিতে পারেন
৬. যেকোন বিষয়ে সাহায্যমূলক পোষ্ট দিতে পারেন: যেমন-> আমার পিসি বন্ধ হচ্ছে না সাহায্য চাই..পোষ্টে কিছু না লিখলেও চলবে
মনে রাখতে হবে প্রচারেই-প্রসার...তাই ক্রমাগত পোষ্ট করতে থাকুন....হ্যাপ্পি ব্লগিং....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।