ঈশ্বরের দোহাই, ব্লগ লিখুন! - ঠিক এমনভাবেই ধর্মযাজকদের যোগাযোগের নতুন ধারা তথা ইন্টারনেট ব্যবহারের আহ্বান জানালেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷ পোপ জানান, বাইবেলের বার্তা প্রচারে যোগাযোগের নতুন মাধ্যমকে ব্যবহার করতে হবে৷
বিশ্ব যোগাযোগ দিবসের প্রাক্কালে রোমান ক্যাথলিক চার্চের উদ্দেশ্যে এক বার্তায় ৮২ বছর বয়সী পোপ জানালেন, র্ধমযাজকদের অবশ্যই নতুন প্রযুক্তির সেরা সুবিধাগুলো ব্যবহার করতে হবে৷ পোপ বলেন, তরুণ প্রজন্মের কাছে ধর্মীয় বার্তা পৌঁছে দিতে হলে যাজকদেরকে অবশ্যই বর্তমান সাংস্কৃতিক পরিবর্তনকে মেনে নিয়ে এগোতে হবে৷
তবে একইসঙ্গে পোপ যাজকদের নিউ মিডিয়া তথা ইন্টারনেটে তারকা হওয়ার দৌড়ে শামিল হওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন৷ তিনি জানান, ডিজিটাল যোগাযোগে যাজকদের উপস্থিতি হতে হবে নীরব এবং মিডিয়া বান্ধব হওয়ার চেয়ে হৃদয়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়ার দিকে মনোযোগী হতে হবে৷
গত বছর, ভ্যাটিকান সিটি পোপটুইউ ডট নেট নামক নতুন এক ওয়েবসাইট প্রকাশ করে যেখানে ফেসবুকে পোপের সঙ্গে যোগাযোগের এক এ্যাপ্লিকেশন চালু করা হয়৷ এটি দিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ব্যবহারকারীরা পোপের কাছে বার্তা প্রেরণ করতে পারবেন, একইসঙ্গে পোপের বিভিন্ন বার্তা, ছবি, তথ্য ফেসবুকে আরো সহজে পাবেন তারা৷ ঐ সাইটে পোপের বার্তা আইফোন এবং আইপডে আরো সহজে পাবারও এ্যাপ্লিকেশন ডাউনলোডের ব্যবস্থা করা হয়েছে৷
বলা বাহুল্য, পোপ ষোড়শ বেনেডিক্ট এতদিন ইন্টারনেট এবং কম্পিউটার থেকে নিজেকে দূরে রাখতেন বলেই জানতো সবাই৷ পোপ এখনো তাঁর বার্তাগুলো জার্মান ভাষায় হাতে লেখেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ তাঁর অনলাইন উপস্থিতির দেখভাল করেন ভ্যাটিকান কর্তৃপক্ষ৷ আর তাই পোপের এমন বানীতে বিস্মিত অনেকেই৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন
Click This Link
মন্তব্যঃ
তাহলে আমাদের (মুসলিম) কি করা উচিত?
ইসলাম ধর্ম সম্পর্কে সবাইকে ব্লগ লেখা। ইসলামের শান্তির বাণী প্রচার করা। দাওয়াতের অন্যরকম মাধ্যম, যা হতে আমরা পিছিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।