কি করুম বলেন তো আমার খচুরি খাইতে মন চায়। বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে । পড়শু শুনে ছিলাম আমাদের এখান থেকে ১৮০ কিলোমিটার দুরে বৃষ্টি হচ্ছে নাকি, আর আমাদের এখানে শুরু হয়েছে কাল ভোর বেলা থেকে বৃষ্টি । তার সাথে হিমেল ঠান্ডা হাওয়া বৈইছে , ওহ্ বাহিরে কনকনে কি শীত । তবে কয়েক বছর ধরে বরফ পড়ে না।
এমন বৃষ্টির দিনে কার না বলেন তো খিচুরি খাইতে মন চায় ? আমার মনে হয় সবারই চায় । ইলিশ খিচুরি হলেতো আরো বেশী মজা। বলেন তো দেখি তা পাই কোথায় ? আমাদের নিজের ইচ্ছা মত রান্না করে খাওয়া নিষেধ । তার সাধ নিতে হলে কাছের শহর গুলিতে ৬০, ১৩০. ১৮০ কিলোমিটার দুরে যেতে হয়। যদি মা কাছে থাকতো বলা মাত্র করে দিত ।
এই মূহর্তে ছোট কালের একটা কথা মনে পরে এক বার জেদ ধরেছিলাম খিচুরি খাবার তা ইলিশ মাছ দিয়ে এবং কলা পাতায় খাবো, কেন যে কলা পাতাই খাবো সেই কথা মনে নেয় । তখন মা । বাসায় কারেন্ট ছিলনা কত কষ্ট করে আলোগ চুলায় ( খরির চুলা যেখানে সেখানে নেওয়া যায়) সব যোগাড় করে আমার সাধ পুরুন করেছিল।
কারো কাছে খিচুরির ছবি থাকলে পোষ্ট করুন । দুধের সাধ ঘোলে মিটাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।