সকাল বেলা বাবা, মা গেছে ঢাকার বাইরে। মা যাওয়ার আগে আমার লাইগ্গা ভাত, গোস্ত রান্না কইরা গেছে। সকালে ঘুম ঠেইক্কা উইঠা দেখি জোস বৃস্টি নামছে। ভাবলাম যে দুপুরে একা একা খামু তো একটু খিচুরি খাইলে মন্দ হয় না, ওয়েদার টাও জোস। রান্না ঘর ঘাইট্টা সব কিছু বাহির কইরা খিচুরি বসাইলাম।
আমি আবার ভুনা খিচুরি পসন্দ করি। কিন্তু কপালের কি ফের, খিচুরি হইছে লেটকা । শুধু লেটকা হইলে সমস্যা ছিল না, হইছে এমন লেটকা এর লেটকা যে মনে হইতাছে ৬ মাস এর শিশুগো খিচুরি স্যুপ । রান্না ঘর পরিস্কার কইরা আইয়া ব্লগাইতাছি। একটু পরে গোসল কইরা খিচুরি স্যুপ খাইতে যামু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।