আমার ব্যক্তিগত ব্লগ
আমার এক বন্ধু আছে, যার প্র ীয় খাবার খিচুরি। খিচুরি আমারও ভালো লাগে (স্বাস্থ্য ভালো থাকলে সব খাবারই ভালো লাগে) তাই ওর সাথে কোথাও গেলে সবার আগে দেখি খিচুরি পাওয়া যায় কিন। এখন দেখি ব্যাপারটা আমার মধ্যে চলে এসেছে, খিচুরি দেখলেই খুব ভালো লাগে।
ঘরোয়ার খিচুরি মনে হয় সবচেয়ে নাম করা, খেয়েছি ভালো লেগেছে। তবে সবচেয়ে ভালো লেগেছে উৎসবের খিচুরি। ওরা মাংস বেশি দেয়, অন্য জায়গায় এতো কম দেয় যে মাংস শেষ হয়ে যায়, খিচুরি এরপর খালি খালি খেতে হয়।
আজ দুপুরের জন্য আম্মা খিচুরি দিয়েছিলেন, এতো ভালো লেগেছে যে ভদ্্রতা করে একবারও কলিগদের সাধলাম না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।