হঠাৎ করেই আমার ব্লগের একটি লেখা (কিভাবে গুগুলে আপনার ব্লগ/সাইটকে দ্রুত ইনডেক্স করাবেন ) দিয়ে গুগুলে সার্চ দিলাম। আপনারাও দিয়ে দেখেন।
আর দেখলাম কি নায়কোচিত ভাবে আমার পোষ্টটি চুরি করা হয়েছে।
নায়কের নাম: আলমগীর (প্রথম আলো ব্লগের)। এই হলো তার ব্লগের ঠিকানা prothom-aloblog.com/users/base/alamgers/74
যদিও গুগুলের নিয়ম অনুসারে আমি প্রথমে পোষ্ট করেছি বিধায় আমার লেখাটিই সার্চ ইন্জিনে ১ নম্বরে আছে।
আমার খারাপ লাগছে এই ভেবে যে চোর আমার কন্টেন্ট চুরি করল আর আমাকে একবারের জন্যও বলল না।
আর আমি লেখার মাঝে যেইসব লিংক গুলো দিলাম তার পরির্বতে উনি মহা পন্ডিতের মত আমার লিংক গুলো বাদ দিয়ে উনার সাইটের নাম বোকার মত বসালেন।
আচ্ছা নাই বা বলল কিন্তু লিন্ক গুলো ঠিক রাখলেও কিছুটা সহ্য করা যেত, কারন পাঠককে ওই লিংকগুলো বিভ্রান্ত করবে।
চোরের টাইম এতই কম যে ............কি বলব!!!!!!
মজার ব্যাপার কি জানেন আমি যেখানে গুগুলের ওয়েব মাষ্টাররের লিন্ক দিলাম উনি সেখানেও উনার সাইটের লিন্ক দিলেন।
মজা না।
এই ব্যাপারে প্রথম আলো ব্লগের এডমিনকে জানাতে চাচ্ছি।
আপনারা কি বলেন?
আর উনি উনার সম্পর্কে কি লিখেছেন শুনেন:
..........................................................................
১.আমি মো:আলমগীর হোসেন (সুভ) ।
২. আমি একজন ডিপ্লোমা ইন্জিনিয়ার (সিভিল)আমি বর্তমাসে একটি প্রাইভেট কোম্পানি তে চাকরি করি ।
৩. আমার ব্যক্তি গত কয়েকডটি ওয়েব সাইট আছে । এর মধ্যে একটি অন্যতম হল www.মূছে দিলাম।
৪. আমার এই সাইটে প্রযুক্তি বিষয়ক লেখা ছাপানো হয়েছে ।
৫. আমার এই সাইটের মূল কারন হল বাংলাদেশের মানুষকে তথ্য সর্ম্পকে জানানো ।
৬. আমার সাইটে যা পাবেন :-বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা সফটপিডিয়া ডোমেইন রেজিষ্টেশন ও হোস্টিং আমার বল্গ টেকটিউন আপডেট এন্টিভাইরাস ফ্রি কল ফ্রি এস এম এস বাংলা গান হিন্দি গান এর লিংক তার মানে এক সাইটে সব কিছু ।
৭. ইন্টারনেটের মাধ্যমে টাকা আয় করার জন্য Blogg web site আমি আপনাদেরকে ফ্রি তৈরি করে দিব । আমার সাথে যোগাযোগ করতে পারেন কল ০১৮১৪৮২৭৩৬০
৮. আমার সাইটে আরও পাবেন কিভাবে বাংলাদেশ থেকে ফ্রি কল করা যায় ৯. আমার সাইটে গেলে আমাকে কমেন্ট করুন ও গুগলের এডে ক্লিক করুন
...........................................................................
অবশেষে বলব তিনি মনে হয় ফ্রিতে কম সময়ে কিভাবে কপি-পেষ্ট করতে হয় তা ভালই জানেন।
আপনারাও যোগাযোগ করেন । মোবাইল আছে না।
ডিজিটালি আমি চুরি হলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।