আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন কোলাজ -৩

একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়

১ মনে করেছিল কোন এক দুখে মনে তো করা আমায়। প্রথম না দ্বিতীয় তা ভাবিনি শুরু না শেষ তাও ভাবিনি। ২ খুব সেজেছিলে আজকে কার জন্য? জানাতে পিপার্সাত মন খুব আনন্দে কাটালে দিন অত্যাবশকীয় ভারী মোর মন। ৩ রাতের জেগে থাকা সাজানো গল্প কথা "তার" সকালে উঠে ভেস্তে যায়, বাস্তবতাকে চেনে ভঙ্গুর মনের নানা রকম আহাজারী সাজাতে চায় নতুন করে আরেকটি রাত। ৪ ঘুমেরা চমকে গেলো মাঝরাতে নিস্তব্ধ অন্ধকার কে যেন ডাকে? অবোধ সংশয় উদাসীনতার মুখোমুখি। শেওলাপড়া স্মৃতি মিটিমিটি চলে অন্তর দহনে নিরুপায় হয়ে চেয়ে থাকি। ৫ একদিন বর্ষা এসে বলল চোখ আলোকিত করে তাকাও চেয়ে দেখো বিন্দু সহ সার্থক আনাগোনা সেই থেকে বর্ষা আমার অচেনা প্রেয়সী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.