(ভারতের সাথে প্রথম টেস্ট খেলারত
বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি)
বাঘের বাড়িতে ছিলো ঘুমের আমেজ,
হাই তুলে দিন যেতো, ছিলো না যে তেজ !
হেরে গিয়ে ঘায়ে ঘায়ে ভরে ছিলো দেহ;
বেদনার কাতরতা বুঝি নাই কেহ !
বার বার ডেকে গেছি, ''বাঘ জাগো'' বলে:
বাঘ জাগে নাই দেখে রেগে গেছি চলে।
তবু আশা ছেড়ে দিয়ে বসি নাই পথে
উড়ে চলি দিনরাত স্বপ্নের রথে !
স্বপ্নটা বেঁচে ওঠে শত্রুর ঘায়ে,
জেগে ওঠা বাঘ নামে গুটি গুটি পায়ে।
শুরুটা তে বাঘটাকে বাঘ লাগে নাই !
রেগে বলি, মন চলো বাড়ি ফিরে যাই।
মন বলে, বসে থাকো দিন বাকী আছে।
দেখো, ঠিক চলে যাবে স্বপ্নের কাছে !
বেলা বাড়ে, সাথে বাড়ে বাঘের আঘাত !
বেঘোরে হারায় প্রাণ, সব কুপোকাত !
দলে দলে ফিরে যায় পরাজিত মোষ;
ধীরে ধীরে বেড়ে যায় বাঘের সাহস !
লেজ মুড়ে বিড়ালেরা ফিরে যায় ঘরে,
বাঘের দাপটে কাঁপে, থরথর করে !
শাপের লেজুড় দিয়ে খুঁচিয়েছে কান,
সেই পাপ গুরু পাপ, দিতে হবে প্রান !
বাঘ নাচে উল্লাসে মাঠজুড়ে ঝড়;
সব অহমিকা ভাঙে করে মড়মড় !
গর্বিত হয়ে আছি মহাখুশী সবে,
মেতে আছি বুঁদ হয়ে মহা উৎসবে।
টিকে থাক এই খুশী মনে প্রাণে চাই;
আমাদের এই ডাকে সাড়া দিও ভাই।
বাঘ তুমি জেগে গেছো, আরো জেগে থাকো:
হালুম ! হালুম ! করে মাঠ জুড়ে ডাকো।
শুরু হলো যেই খেলা জয়ের সুবাসে
সেই জাগরণ যেন জয় হয়ে আসে !
সেই জাগরণ যেন জয় হয়ে আসে !!
সেই জাগরণ যেন জয় হয়ে আসে !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।