যদি এক বার প্রসন্ন দৃষ্টি দাও
এক যুগের দাসত্ব কাটিয়ে আমিও তরুণ হব
ফুলকে প্রিয়তমা ভেবে বুকে নেব সুবাস
মশালের আগুন ছুড়ে দেব সূর্যকে
গ্রহন কাটিয়ে লুফে নেব ঝলমলে জ্যোত্স্না
সামান্য এটুকু পেলেই পেয়ে যাব অবসর;
উপত্যকা থেকে শিখে আসব কাকে বলে ভালবাসা
গুহা বক্ষ থেকে জেনে নেব প্রেমিকার মন
শৈলশিরা থেকে চুইয়ে পড়া জল নিয়ে আসবো হাতের তালুতে
শিঁথিতে নদী;
ভালবাসা ছড়িয়ে দেব শিশুর হাতের বাটি ভর্তি মুড়ির মতো আদুরে রোদের উঠোন পেরিয়ে চতুর্দিক |
এক বার, শুধু একবার প্রসন্ন দৃষ্টি দাও
পেতেছি করতল,
ফসলহীন অভাবা কৃষক হবার জন্য ওতো একবার কিছু শস্য চাই,
এক বর্ষার জল, এক খন্ড অকর্ষিত জমিন;
সামান্য এটুকু পেলেই পেয়ে যাব অবসর
গুছিয়ে নেব গৃহস্থলি|
আর কতকাল চোখের জলে নিহত হবে জ্যোত্স্না
রক্তাত্ম হবে চাঁদ
কতকাল পুষবো এ শরীরের সাথে নিরপরাধ শিশুর খুন, নববধূর গলা চেপে ধরা অভিশপ্ত হাত,
কতকাল আর সমাজের সম্ভ্রমে দাঁত বসাবে সন্ত্রাস,
একবার প্রসন্ন দৃষ্টি দাও
দাসত্ব কাটিয়ে মানুষ হই |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।