ভালোবাসা
-মাহফুজ খান
'ভালোবাসা'
ক্ষণস্হায়ী সূর্য-গ্রহণের মতো,
জীবনে আসে,
কিন্তু একবার,
এবং সব কিছুকে বদলে দেয়।
ক্ষণস্হায়ী জোয়ার-ভাটার মতো
অথবা ভোরের শিশির বিন্দুর মতো
অথবা ক্ষণস্হায়ী উল্কাপিন্ডের মতো
অথবা দীর্ঘস্হায়ী ভুলে যাওয়া স্বপ্নের মতো
অথবা আকাশে মিলিয়ে যাওয়া রংধনুর মতো
যা সহজে অদৃশ্য হতে পারে।
উজ্জ্বল ক্ষুদ্র বালি কণার মতো,
যদি তুমি শক্ত হাতে ধরে রাখতে চাও
তাহলে আঙ্গুলের ভিতর দিয়ে পড়ে যাবে,
আর যদি তুমি শক্ত করে না ধরো
তাহলে হারিয়ে যেতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।