আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা দিবসে অনেক অনেক ভালোবাসা সহ ভালোবসর কবিতাটি উৎসর্গ করছি সকল ব্লোগার প্রেমিক-প্রেমিকাকে : অনন্ত এ আত্মার



আত্মার মোহম্মদ ফরিদ উদ্দিন সুলতানী তরবারীর তীক্ষ্ণতার মতই তোমার দু'চোঁখ আমায় ক্ষত বিক্ষত করে যায় পলকেই ; তোমার বাঁকা ওষ্ঠেব চঞ্চলা লুকানো হাসি আমার মস্তিষ্কের নিউরনে অনুরনণ তুলে যায় ; চুম্বাকর্ষনী তোমার চেহারার দিকে তাকাতেই আমার আপাদ মস্তক কম্পিত হয়ে উঠে ; তোমার খোলা চুলের দোলায় ; উষ্ঞ স্পর্শের মত শিহরন করে উঠে আমার সমস্ত শরীর ; দু'হাতের রঙ্গিন সজ্জা দেখে মনে হয় যেন তাজ মহলের শ্বেত পাথরের উপর রঙ্গন কারুকার্য ; হৃদয়ের মধ্যে ধ্বংস যজ্ঞ সৃষ্টি হয় তোমার দু'পায়ে সজ্জিত নিক্কন ধ্বিনর তান্ডবে ; বিশ্বাস কর তোমাকে দেখলেই চরম যন্ত্রনা শুরু হয়- আমার প্রতিটি লোম কূপের মধ্য হতে সমস্ত শরীর মরন যন্ত্রনায় ভোগতে শুরু করে ; তুমিকি বোঝনা আমার এই কষ্ট.......? নি:শব্দ হাহাকার অনন্ত এ আত্মার ........? ধাতার কসম আমার এ কষ্টের জন্যে শুধু তুমিই দায়ী ;;


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।