বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
ভালোবাসা বলে কিছু নেই
বাণিজ্যের সুন্দরতম উপাখ্যানই ভালোবাসা
আমার ভালোবাসাও মিথ্যে
তোমার ভালোবাসাও মিথ্যে
প্রতিনিয়ত চলেছ ছলনা
ক্ষাণিকটা সত্যও বটে
কারণ তোমাকে না হলে হয়ত ভালোবাসতাম অন্য কাউকে
আমি না থাকলেও তুমি ঠিক তাই করতে।
প্রয়োজন আমাদেরকে ক্ষাণিকটা আপন করে তোলে
স্বার্থের সাথে গড়ে ওঠে স্বার্থের নিবিড় সম্পর্ক
ভালোবাসার সত্য দিকটা শুধুই প্রবঞ্চনা
আত্মপ্রেম,নিজেকে পূর্ণ করে তোলার বাসনা
ভালোবাসার চেয়ে বড় রাজনীতি আর কিছু হতে পারে না
মানুষ একদিন রোবটকে ভালোবাসবে
নয়তো পশুপাখি,তারপর হবে আত্মঘাতি
অস্থির হয়ে উঠেছে মানবজাতি।।
ডন আলীম /১৪.০৭.২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।