কিশোর কুমার এবং নোরা জোনস পরস্পর অপিরিচত হলেও
ভালোবাসা তাদের মুগ্ধ করেছে
যেমন নজরুলও ব্যতিক্রম নন
ফলে হিব্রু, আরবী, ফার্সি, বাংলা প্রভৃতি শব্দ ও বাক্যরা ভালোবাসা মুক্ত নয়
উদাহরণস্বরুপ-
নজরুল গেয়ে উঠছেন:
ক) সে চলে গেছে বলে কি গো
খ) শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়
গ) উচাটন মন ঘরে রয় না- ইত্যাদি
অন্যদিকে নোরা জোনস-
are you lonesome to-night
do you miss me......................................
তারা কাঁদছেন
তাদের নয়নযুগল অশ্রুমুক্ত
কিশোর কুমার যেমন হাসতে হাসতে গাইছেন
: ভালোবাসা ছাড়া আর আছে কি
এমন বিবিধ স্রোত ভালোবাসা নামক হাজরে আসওয়াদে চুমু খাচ্ছে
:হে অবিশ্বস্ত পাথর
তোমার লজ্জা করে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।