এক বসন্ত, দুই বসন্ত
তিন তিনটি বসন্ত তোমায় দিলাম
তুমি আমাকে এক ফাগুনের রং দেখাও
চৈত্রের ভর দুপুরে দু-ফোটা বৃষ্টি দিয়ে
মনের পিপাশার্ত অংশের জল হও
তুমি আমাকে এতটুকু সুখ দাও
আমার আত্নায়, আমার চাহুনীতে,
না পাওয়া বেদনাগুলো মুছে দাও....।
তুমি বর্ষার বৃষ্টি হও
শুকনো মাটিগুলোর চৌচির হয়ে যাওয়া
ফাটল গুলোতে বিন্দু জল দিয়ে
পিপাশার্ততা ঘুচাও.....
তুমি পারো প্রেয়সী আমার
তোমার শক্তি আমাকে মুগ্ধ করে
শুধু একবার যদি কোণা দৃষ্টিতে
তোমার চোখ আমার মন পাতে পড়ে
তবেই আমার অদেখা সুখগুলো
হাজির হয় এই ক্ষুদার্থ হৃদয়ে
তুমি চির ফাল্গুনে বাতাস
তুমি অঝর ধারার বৃষ্টি
তুমি বটের মূলের মত আকরে ধরা
ভালোবাসার সৃষ্টি
তুমি সেই হলদে পাতা ঝরা ফাগুন
কচুর পাতায় পানি না জমা ঝমঝম বৃষ্টি
আর কাচুমাচু করা শীতের সময়
গরম কাথার উঞ্চ আবেশ
তুমি একবার পাশে এসে বলো.....
আমি তোমায় ভালোবাসি
তবেই আমি সিক্ত
তোমার ভালোবাসার জলপ্রপাতে.....।
(সাঈদ চৌধুরী, রচনাকাল রাত ১০টা, ০৮.০৩.১৪ইং)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।