সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...
ভালোবাসা মানে
হলুদ ফ্রক-কিশোরীর উঠি উঠি বুক ছোয়ার প্রথম বিশ্বয়!কিশোরীর বেলফুল রাঙা অধরে অধর মিলানো কিশোর কবির পোয়াতি কবিতা!
ভালোবাসা মানে
পিঠে জোছনা মাখিয়ে টেবিলের এক কোনে বসে জীবনানন্দকে ছুয়ে দেখবার অদ্ভুত সুখ ! কাঁধে করে বয়ে বেড়ানো জন কীটস!
ভালোবাসা মানে
এক ছাতার নিচে হেটে চলা পদ্ম-বিকেল! দেহ ঘরের গহিন কোনে গীতবিতানের চাষ-বাস!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।