"পুখু সুবু কুরু রুবু রুতু পুহুল, কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু
সম্প্রতি নিউইয়র্ক ইউনিভার্সিটির গবেষকদলের এক তথ্যের বরাতে জানা গেছে, ভয়ের স্মৃতি মানুষের মস্তিষ্কে কার্যকর থাকে মাত্র ৬ ঘন্টা! গবেষকরা একে তুলনা করেছেন স্বয়ংক্রিয়ভাবে খোলা বা বন্ধ হওয়া জানালার সঙ্গে। খবর বিবিসি অনলাইনের।
জানা গেছে, ভয় পাওয়া মস্তিষ্কের এই জানালা ৬ ঘন্টা পর আবার নতুন করে চালু হয়ে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভয়ের স্মৃতি থেকে মনকে বের করে নিয়ে আসে। গবেষক দল আরো জানিয়েছেন, এই গবেষণার কল্যাণে এখন মানসিক বৈকল্য ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার রোগীদের চিকিৎসায় সাহায্য করা সম্ভবপর হবে।
বিবিসির বরাতে আরো জানা গেছে, এই গবেষণায় অংশ নেয়া স্বেচ্ছাসেবকদের প্রথমে ইলেকট্রোডের সংগে তার পেঁচিয়ে যুক্ত করা হয়।
তারপর দেয়া হয় বৈদ্যুতিক শক। পাশাপাশি বিভিন্ন রংয়ের ছবি দেখিয়ে ভয়ের অনুভূতি জাগিয়ে তোলা হয়। এরপর পরীক্ষামুলকভাবে ভয় তাড়ানোর জন্য সময় দেয়া হয়। আবার শকবিহীনভাবে পূর্বের সেই ভয়ানক দৃশ্য দেখানো হয়। এতে দেখা যায় ৬ ঘন্টার ব্যবধানে আগের ভয়ের স্মৃতি উধাও হয়ে গেছে।
এ বিষয়ক সাম্প্রতিক এই প্রকল্পের প্রধান গবেষক এলিজাবেথ ফেলপ জানান, ভয় নিয়ন্ত্রণে সময় নির্ণয় করাটাই জরুরি। প্রকৃত ঘটনার থেকে আমাদের স্মৃতিতে ভয়ের অনুভূতির প্রাধান্য থাকে বেশি। যার কার্যকাল মাত্র ৬ ঘন্টা। নন-ফার্মালজিক্যাল ও প্রাকৃতিক অনেক উপায়ে এখন কার্যকরীভাবে আবেগ জনিত স্মৃতিগুলোর নিয়ন্ত্রণ করা এখন অনেক সহজ হবে।
লন্ডন ইনস্টিটিটিউট অব সাইক্রিয়াট্রি এর অধ্যাপক অ্যানকে এলাহার্স জানান, থেরাপির চেনা উপাদানের মতই এই গবেষণার ফল পোস্ট-ট্রামাটিক স্ট্রেস ডিজঅর্ডার রোগীদের জন্য কার্যকর হবে।
তিনি আরো জানান, মানুষের বোঝা উচিত ভয়ের স্মৃতি কেবল স্মৃতিই, তা বাস্তবতা নয়।
সূত্র: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।