"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
আমি প্রিয়তমেষু নই
(উৎসর্গঃ ফেরারী পাখী’র মেঘবতীকে)
তুমি কি আমাকে পূজারী ভাবো,
কিংবা সাধু পুরুষ?
এমন ভুল কখনো করোনা,
কোন পুরুষকেই এমনটা ভাবতে নেই।
বড়জোড় আমি প্রেমিক হতে পারি,
কিংবা প্রেম প্রত্যাশী কেউ।
আমি হতে পারি পরম বিশ্বস্ত কেউ
কিংবা একজন প্রতারক।
তোমার রূপে আমি মুগ্ধ হতেই পারি,
যে কোন পুরুষই তা হতে পারে।
মানুষের আড়ালে আমিওতো এক জীবন্ত পুরুষ,
সেই পুরুষকে ছাপিয়ে কখনো হয়ে উঠি প্রেমিক।
প্রেমিক হিসেবে আমার উপর তোমার অনেক আস্থা,
পুরুষ হিসেবে নয়। অথচ তুমি ভাল করেই জানো
আমি আপাদমস্তক একজন পুরুষ, সততই পুরুষ।
আমিও একই কারণে তোমাকে নারীই ভাবি।
অনুভবে তুমি মানবী হলেও গোপনে শুধুই নারী।
হতে পারো তুমি প্রেম মন্দিরে এক প্রসন্নময়ী দেবী-
কিংবা বিশ্বাসের বেদীতে এক মমতাময়ী ঈশ্বরী,
অথবা কোন এক পুরুষের প্রেয়সী নারী,
অথবা ভাগ্যচক্রে কারো ঘরের বধু।
তুমি আমায় পূজারী ভেবে ভক্তি করতে পারো,
আবার প্রেমিক ভেবে ভালও বাসতে পারো।
তবুও বলবো- তুমি আমাকে দেবতা ভেবোনা,
ওভাবে বিশ্বাস করোনা।
মানুষ কখনোই নিষ্কাম, নির্মোহ হতে পারেনা- আমিও নই।
আসলে আমি পূজারী কিংবা প্রেমিক কিছুই নই,
আমি শুধুই পুরুষ। মানুষের মুখোশে আমি
আদি ও অকৃত্রিম এক অভিন্ন পুরুষ।
আমি কারো প্রিয়তমেষু নই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।