===প্রিয়তমেষু====
প্রিয়তমেষু ,
তুমি বুকের ভেতর থেকে জেগে ওঠা
আবেগ নামক অনুভূতির স্ফুলিঙ্গ ,
তোমার মুখ আমার কাছে সবসময় চেনা,
জোনাকজ্বলা আঁধার রাতে অনুভূতির ঢেউ খেলা মানুষ তুমি ।
তুমি সব চূর্ণ-বিচূর্ণ করতে পারো
তোমার একটা হাসি দিয়ে ,
সেই হাসিতে ভালোবাসা-রহস্য
সব একসাথে ঘুরে ।
তুমি ছোঁয়ালে আঙ্গুল আমার হাতে
সব অস্ফুট ভালোবাসা ভাষা পায়,
জোছনা রাতের চাঁদ কথা বলে
কবিতার ছন্দ শব্দে ।
প্রিয়তমেষু,তুমি হাঁটলে ,
ফুটপাথের ওপর গতিময়তা জীবন থেমে যায়
আমার কাছে ,
আমাদের অদ্ভুত কথোপকথন কমা হয়ে যায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।