আমাদের কথা খুঁজে নিন

   

!!..প্রিয়তমেষু..!!

ভালো লাগে লিখতে তাই লিখি..............

///....কোথায় আছ..কেমন আছ...বলে যাও একবার..... আমি তোমার আছি....., তোমারই থাকব চিরকাল.........../// ও মোর প্রিয়তম........>>>> জানি নে তো কেন, তুমি গিয়েছিলে সরে..... তবু ভালো থেকো ......যেখানেই থাকো যতটা দূরে...........। আমি যেমন আছি, ভালোই আছি........>>> তুমি চিন্তা কিছু করোনা...,, শুধু..... মনটা যখন.......... একটু খারাপ থাকে হাসিমাখা মুখখানা তোমার মনে পড়ে...... একাকী পথে যখন একা একা চলি....... তোমার অদৃশ্য হাতটা........, হাত ধরে। রাতের আধারে যখন বাড়ে বুকের ব্যাঁথা......., স্বরন করি.........তোমার আমার শত গল্প কথা...... >>>>তোমার স্মৃতির সাথে এ......ভাবেই বেশ দিন কাটে....>>>> .............দুঃখ শুধু এ...টুকুই তোমার সু-দিনে আমি নেই সাথে...। >>>>দেখো........, আবার আমার জন্য, তুমি কষ্ট পেয় না .............ভালোবাসলেই কাছে পেতে হয় এমন--টা তো, না........//////////

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।