"নব্য রাজাকার গোষ্ঠির প্রবেশ নিষেধ"
র্যাগ ডে ছিল গত পড়শু...দুপুর পর্যন্ত কাটল রঙ নিয়ে। হল পুরো ডুবে গিয়েছিল রঙের মধ্যে...
বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ হয়েছে কিছুদিন আগেই। যখন ১ম বর্ষে পড়ি তখন ভাবতাম কখন যে শেষ হবে সকালে ক্লাসে যাওয়া, তিন ঘন্টা দাড়িঁয়ে দাড়িঁয়ে ল্যাব করা। আর এখন মনে হচ্ছে সেই সময় গুলো কত রঙিন ছিল
ইংরেজীতে একটা কথা আছে, গ্রাস ইস মোর গ্রিনার আদার সাইড অব দ্যা ফেন্স;আমার ও সেই রকম মিশ্র অনুভুতি। সব কিছুই খুবই কেমন যেন আপেক্ষিক।
হলের জীবনও অন্য রকম এক অভিজ্ঞতা। সমবয়সীদের সাথে থাকার মজাটা অন্যরকম। অনূভুতিতে কোন ধরনের লুকোচুরি নেই।
যখন যা খুশি করার স্বাধীনতা। এক সময় মেসে থাকতাম, হলে অ্যালটমেন্ট পাওয়ার আগে।
তখন হঠাৎ রাত ১১টায় মনে হল পিকনিক করি। কত সহজে সেই প্ল্যানকে সবাই লুফে নিল।
রাত ১২ টায় একটা বাসায় আমরা কয়েক জন গেলাম মুরগি কিনতে। বাড়ির মহিলা ঘুম ঘোরে শুধু আমাদের দিকে তাকাচ্ছিলেন
কেউ গেল চারকোল কিনতে, কেউ গেল চাল কিনতে ...কি আর বলব সেই রাতের কথা। রাত ১টা দিকে সব কিছু পাওয়ার পর আগুন ধরানোর কত শত ব্যার্থ চেষ্টা
শেষ পর্যন্ত খাওয়া দাওয়া ঠিকই করেছি...সকাল ৬টার দিকে
গত দুই বছর বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়িয়েছি কখনো বিশ্ববিদ্যালয়ের কল্যানে, কখনো এডভেঞ্চার প্রিয় বন্ধুদের কল্যানে...
কত সব মজার ঘটনা....সেই রকম একটি ট্রিপ দিয়েছিলাম এক ফ্রেন্ডকে নিয়ে উত্তরবঙ্গে,সেটার কাহিনী নিয়ে অবশ্য পোস্ট দিয়েছিলাম,চাইলে পড়তে পারেন Click This Link
হলের ল্যান যেন চলমান ইন্টারনেট।
শত শত মুভি,মিউজিক। যেই গানই বের হোক দুনিয়ার এপিট ওপিটে, কিছু দিন পর কোন না কোন রুমে তার প্রতিধ্বনি অনিবার্য । কল অব ডিউটি (কড)গেমটির কারনে প্রায়ই সত্যিকার ২য় বিশ্বযুদ্ব লেগে যায় হলে। কেউ জার্মান নিয়ে,কেউ রাসান, অ্যামেরিকান নিয়ে খেলে। গ্যাম প্ল্যান শুনলে মনে হয় সবাই যেন এক এক জন সত্যিকার যোদ্ধা
র্যাগ ডের সকালে সাধা টি-শার্টে সবাই রেলিতে যায়।
তবে তার আগে যে কাজটি হয় সবাই সবার টি-শার্টে মন্তব্য দিয়ে ভরিয়ে দেয়।
দেখুন আমার টি-শার্টটির অবস্হা...
এখন যখন গভীর রাতে হাঁটতে হাটঁতে চা খেতে যাই বন্ধুদের সাথে,ভবিষ্যতের আমি হয়ে সেই হেটে যাওয়ার রাস্তটা কল্পনা করার চেষ্টা করি,আর ঝাপসা হয়ে উঠে সব। দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে এই মুহুর্ত গুলো।
এখন ঘুমাতে গেলে এইসব স্মৃতি ওলট পালট খায় মাথায়।
ভাবি কেন একবার জম্মাতে হয়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।