উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাসসহ পুরো গাজীপুর নগরীতে র্যালির মাধ্যমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী র্যাগ ডে (শিক্ষা সমাপনী উৎসব) আজ থেকে শুরু হয়েছে। আজ পুরোটা দিন ছিল ব্যাচ পূণর্মিলনী , শিক্ষকদের সাথে সাক্ষাৎ ও আনন্দ মিছিল । দুপুর পর শুরু হয় ঐতিহাসিক কাঁদা ছুড়াছুড়ি এবং কাঁদা পানিতে চুবানো যা হতে রক্ষা পায়নি শেষ বর্ষের কোন ছাত্র সাথে সাথে ক্যাম্পাসে থাকা অন্য বর্ষের ছাত্ররাও । ঢাকা প্রকেীশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ সেজেছে অপরুপ সাজে। দূর থেকে তাকালে শুধু আলোর ঝলকানি চোঁখে পড়ছে । গত রাতভর পুরো ক্যাম্পাস জুড়ে আল্পনা আঁকা হয়েছে যার ফলে পুরো ক্যাম্পাস সেজেছে এক অপরুপ সাজে । চারিদিকে যেন আজ শুধু উৎসবমুখর পরিবেশ , প্রত্যেক হলগুলো আলোর ঝলকানিতে ফুটে উঠছে যেন অন্য চেহারায় , হল ডাইনিং এ রাতে আছে ফিস্ট সর্বশেষে পুরো রাতজুড়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান , ব্যান্ড শো .........................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।