গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে সোচ্চার হয়ে উঠেছে দেশের প্রথম সারির ইসলামী দলগুলো। আইনমন্ত্রীর বক্তব্য প্রদানের পরদিনই পল্টনে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশের প্রথম ইসলামী রাজনৈতিক দল মাওলানা মুহম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ) কতৃক প্রতিষ্ঠিত, বর্তমানে মাওলানা আহমাদুল্লাহ আশরাফের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন। বিবৃতি, সংবাদ সম্মেলন ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম , ইসলামী ঐক্যজোট ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাকসহ আরও অনেকেই। কিছু সাধারণ রাজনৈতিক দলের নেতারাও এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।অনেক দলের পক্ষ থেকে ওলামা সম্মেলন, মিছিলসহ কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য আলাপ-আলোচনাও শুরু করেছে ইসলামী দলগুলো নিজেদের মধ্যে। প্রশ্ন হচ্ছে ইসলামী দলগুলোর এই প্রতিবাদ কতটুকু প্রভাবিত করতে পারবে সরকারের সিদ্ধান্তকে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।