আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শে জ্বলে উঠবে জল

আহসান জামান

স্পর্শে জ্বলে উঠবে বলে গোপন রেখেছি অই হাতের আঙ্গুলি, চোখের পলকের ভাজ পড়েনি একটুও; তার একটানা কৌতূহলী চাউনিতে কেবল ক্লান্তি আর জমা অবসাদ ধরে রাখে কয়েকটা মুহূর্তের আনমন-ছবি। এরমাঝে কতকাল এলোগেলো; ঘটিহাতা ফ্রক বদলে কামিজের চিকণ ওড়না ওড়ে; পাতাঝরা বনে সবুজ ঢেউ নাচে; শ্লেজে ঠেলেছে লাশ, আকাশে দেখি সারিসারি মেঘকাফনের ভেলা; খরাঝড়ে ওড়ে আজ নদীজল, নিঃশব্দে। স্পর্শে জ্বলে উঠবে জল, কূয়োতলায় তৃষ্ণার মিছিল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।