আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্পর্শে কার স্পর্শ অনুভূত হয়।

Khan IT Source

তোমার সিঁথীতে পর-পুরুষের হাত জানালার সার্সি ভেদে নিরক্ষর আলো যোনিতে উষ্ণ আঙুলের আচর ছুয়ে যায় বুকের সু-উচ্চ সৌধ, নিশ্বাষ নোলকে বাঁধে। অধৌর্য্য তার তরিত লিপ্সিত কামুকাঙ্গ তেলাপোকাটার লকলকে শরীর কামনা আর কোন পরোয়া নেই, উন্মাদ অনুভূতি শিউরে ওঠা শিহরনে ভুলে যাও কে আমি। তোমার পক্ষজ খচিত অনুপ্রাসে তার বাহু ইচ্ছের হৃৎ শক্য মন্থর অসামাল পরিত্রান অগছালো চাদরের পাশে মর্দিত বসন দিগম্বর দুই শরীরে স্বর্গীয় উচ্ছাস উত্তেজনা। মৃদু ব্যাথার শীৎকার ধ্বনিত্ অনুরনন তার শক্তে তোমার কোমল জরানো মন্থন জিতেন্দ্রিয়র পর পরস্পর শৌর্য আরোপ এবার তোমার আরোহণ শশ্নিতে প্রকর্শ চুম্বন। ঠোটের রঙ মুছে যায়, দিন ডুবে যায় সন্ধ্যায় তার খেয়াল তোমার সাজানো গোলাপ সদৃশ্যে গ্রীবায় ওষ্ঠ জোঁক, আরয স্তনে আচম্বিত থাবা তোমার চোখের জলে তৃপ্তির দ্রোনী ভাষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।