আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শে

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

বা যদি জাগে শিহরণ অই, অই শীতল স্পর্শে প্রিয়া; তীব্র ঘৃণায় ছুঁড়ে ফেলো ওটি নোংরা সর্দির মতো, তোমার অবহেলায় দেখো অই হাত, ভরে উঠবে পুঁতিগন্ধময় অসহ্য কুষ্ঠে। বা যদি জাগে বিস্মৃতি অই, অই শীতল স্পর্শে প্রিয়া; সবটুকু ক্রোধ ছুঁড়ে দিয়ো তাকে অবাধ্য ক্রীতদাসের মতো, তোমার অনাদরে দেখো অই হাত, পঁচে যাবে মাংস গলা নোংরা গ্যাংগ্রিনে। বা যদি জাগে অসুখ অই, অই শীতল স্পর্শে প্রিয়া; অনুভূতিহীন হয়ে ধরে রাখো যদি প্রচন্ড অনিচ্ছাতেও, তোমার শোকে দেখো অই হাত, খসে যাবে বিবর্ণ গোলাপের মতো। বা যদি জাগে প্রেম অই, অই শীতল স্পর্শে প্রিয়া; আলতো করে ছুঁয়ো তাকে ভোরের শিশির ও ঘাসের মতো, তোমার স্পর্শে দেখো, অই হাতই, জন্ম দেবে অজস্র নিটোল কবিতা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।