সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডিজনি ল্যাবে ইলেক্ট্রো-ভাইব্রেশন সিস্টেমের এক পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, যাতে ছবির উপর স্পর্শ করলে তা অনুভব করা যাবে।
এ প্রক্রিয়ায় ছবির উপর আঙুল দিয়ে স্পর্শ করলে হালকা কম্পন অনুভূত হবে। ডিজনি রিসার্চ ল্যাবের ড. আলি ইশরার ও তার সহকর্মীরা পিটসবার্গের ডিজনিল্যাবে এটি তৈরি করেন।
গবেষণাদলের এক কর্মকর্তা জানান, আমাদের মস্তিষ্ক অন্য কোনো প্রক্রিয়ার চেয়ে হাতের স্পর্শের মাধ্যমে কোনো তথ্য বেশি মনে রাখতে পারে। ছবিতে আঁকা কোনোকিছুতে স্পর্শ করলে কৃত্রিমভাবে সে অনুভূতি তৈরি হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।