আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।
ভাঙো এই আয়না- নতুন আয়নায় দেখো-ক্লেদ মুক্ত সকাল
বিন্দু বিন্দু ঘাম কখন জমে?
প্রশ্নটা খুব জটিল শোনায়
ভয়ে কাঁপে বুক
উত্তরটা কী হবে? মৃত্যু! হতে পারে
আবার ভিন্ন উত্তরও তো হয়!
কেমন?
চোখে চোখ- স্পর্শে কেঁপে ওঠা শরীর
কামোত্তেজনায়-জমে থাকা বিন্দু জল।
আবেগ-উচ্ছ্বাসে ভরে ওঠা পুরো বিকেল-সন্ধ্যা কিম্বা থেমে যাওয়া মধ্য রাত।
বিশ্লেষণ যেমনই হোক- যেমনই হোক মনের অবস্থা
অন্তহীন এই চলার পথেরও অন্ত আছে।
কথার কথায় লুকিয়ে থেকে লাভ নেই
জেগে ওঠো
ভাঙো এই আয়না- নতুন আয়নায় দেখো-ক্লেদ মুক্ত সকাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।