ডুবোজ্বর
মৃতচুম্বন খুলে রক্তকে ডাক দিলে রঙিন হবে না অধর
প্রেত এসে দেখাবে পায়ের পাতা ও মাঠের কিনার
কঙ্ককাল থমকে আছে চরের বালিতে বহুদিন বহুদিন
যে কমলা আলোকিত করে পৃথিবীর ভ্রম আর কেন্দ্র
কমলার ঝাড়ে গন্ধ আর উৎসব কাঁপে খড়রূপ সুন্দর
প্রেতিনীর কায়া কুরে কুরে খায় বাসনার হলুদ কুকুর
কারা কবে তারার সড়কে দুধারে বুনে দেয় মধ্যদুপুর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।