প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
কমলার কোয়া
[শাফিক আফতাব]
বাকল খুলে গেলে কত সুশ্রী বুনেটের কোয়া কমলার
স্পর্শেই সাধ মেটে যেন__কত আস্বাদ আসে জিহবায় ডগায়
এক আদিম রস জমে, রমণে নদী হয় একাকার
অতীতের এক অরন্য হতে এক যুবক নেমে আসে আমাদের গাঁয়।
গ্রামীণ জীবনে লতাপতা আর ধূলোকাদা মাখা শরীরে জড়ায় সে
নদী নক্ষত্র ফুল আর নদীর কূল সে বড় বেশি ভালোবাসে
কমলার বাকল খুলে সে স্পর্শের আবেশে নিয়ে আসে আবহমান যাদুখেলা
অমনি কমলার কোয়াও ভাসে আনন্দের স্রোতে__নিরালা।
কী এক আজব কমলা কোয়া, আর এক আদিম আজব রাখাল
কী সৌন্দর্যের দৃশ্যপটে শুধু রমণে, বমন করে বিচ্ছূরিত পুলকে
কত সুন্দর হয়, নদীরপাড়, ধূলোমাখা পথ আর, কামনার জাল
কমলার কোয়ার ভাঁজে ভাজেঁ কত আনন্দ আর ছন্দ থাকে।
কোয়া থেকে খোসা খসে গিয়ে যখন আসে গহীনের শাঁস
আর অমনি আনন্দে ছন্দে গানে কবিতায় ভারি হয়ে আসে বাতাস।
২০.১২.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।