পরে বলবো
কেবিন ক্রুকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সদ্য সাফজয়ী ভারতীয় দলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যসহ আরো ২ নাইজেরিয়ান ফুটবলার। এ অভিযোগে ৩ ঘণ্টার জন্য সান্তা ক্রুজ বিমানবন্দর পুলিশ স্টেশনে আটকও থাকতে হয় তাদের। ৩ জনই গোয়ার শীর্ষ ফুটবল ক্লাব চার্চিল ব্রাদার্সের ফুটবলার। অরিন্দম ছাড়া অন্য দু’ অভিযুক্ত ফুটবলার হলেন অধিনায়ক ওদাফা ওকোলি (২৩) মিডফিল্ডার কালু ওগবা (২৩)। গোয়া-মুম্বাই-কলকাতা ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশে বিমানে উঠেন।
টেক অফের মাত্র ১০ মিনিট পরেই দলের এক সদস্য কেবিন ক্রু’র কাছে পানি চান। তিনি পানি নিয়ে এলে অধিনায়ক ওদাফা তার স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করেন। কেবিন ক্রু প্রতিবাদী হলে তিনি অবশ্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু এরপর সেই কেবিন ক্রু’র উদ্দেশ্যে তারা একযোগে নানা আপত্তিকর মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে তারা তাকে শারীরিকভাবে আক্রমণও করেন।
কেবিন ক্রু’র চিৎকারে অন্যরা এগিয়ে আসেন। তাদের আলাদা করেন। পাইলট এরপর তাদেরকে মুম্বাই বিমানবন্দরে নামিয়ে দেন। সেখানে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। কিন্তু ফুটবলারদের পরিচয় নিশ্চিত হলে ৩ ঘণ্টার মধ্যে তাদের জামিন দেয় বিমানবন্দর পুলিশ স্টেশন কর্তৃপক্ষ।
এ ঘটনায় তোলপাড় ভারতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।