পরে বলবো
ঢাকা শেরাটন হোটেলের স্থানে হোটেল পরিচালনা কার্যক্রম শুরু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক হোটেল চেইন রামাদা। আগামী বছরের ৩১ মার্চের পর হোটেল শেরাটন আর ঢাকায় থাকছে না। মার্কিন ষ্টার উড কোম্পানির হোটেল চেইন শেরাটন চলে যাওয়ার পরপরই এখানে পুরোদমে কাজ শুরু করবে রামাদা। আন্তর্জাতিক হোটেল চেইন রামাদা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে হোটেল পরিচালনা করছে। জানা গেছে, শেরাটন চলে যাওয়ার পরপরই রামাদা হোটেলটির কিচেন, বার, রেষ্টুরেন্ট, বলরুম ও গেষ্টরুমকে মেরামত করবে।
একই সঙ্গে হোটেলকে পুরোপুরি আন্তর্জাতিকমানে উন্নীত করার কাজে হাত দেবে তারা। শেরাটন হোটেল কর্তৃপক্ষ প্রথমে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ঢাকা থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার কথা বলেছিল। পরে আগামী ৩১ মার্চ তারা এখানে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান- নেয়। ১৯৮৩ সাল থেকে পাঁচ দফায় চুক্তির মেয়াদ বাড়িয়েছে শেরাটন। কিন্তু সম্প্রতি ষ্টার উড কোম্পানির অপর হোটেল ওয়েষ্টিন ঢাকার গুলশানে ব্যবসা শুরু করেছে।
মূলত এরপর থেকেই শেরাটন ব্যবসা না করার সিদ্ধান- জানিয়ে দেয় সরকারকে। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) পক্ষ থেকে শেরাটনের বিকল্প খোঁজা শুরু হয়েছিল। ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপ এবং হায়াত রিজেন্সি তাদের সঙ্গে যোগাযোগও করেছিল। কিন্তু সরকার ইন্টারকন্টিনেন্টাল ও হায়াত রিজেন্সির প্রস্তাবে রাজি হয়নি। এরপর সরকারই শেরাটনকে আরো তিন মাসের জন্য এখানে থাকার অনুরোধ করে।
আশির দশকের মাঝামাঝি সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। এর পরপরই শেরাটন তাদের কার্যক্রম শুরু করে। ১৯৬০ সালে ইন্টারকন্টিনেন্টাল প্রথম তাদের কার্যক্রম শুরু করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।