শাফিক আফতাব----------- ফুলতো ফোটেনি কোথাও, তবু কেনো ম ম করছে আমার মন ; তুলতুলে অনুভবের স্পর্শ যেন ভাসছে এই নিঝুম রাত্রিওে ; কী মধুর এই দক্ষিণায়নের অনুক্ষণ, ভালোলাগার আনন্দ ভাসছে হৃদয়ের পাড়ে। তুমি বুঝি এসেই গেছো এপ্রিলের এই রাত্রিনিঝুমে ; ফুলবতী বিছানায় তাই, পাঁপড়ি ঝরছে অনবরত ; কী যে পুলক তোমার কল্পনার মুখ চুমে, কালের প্রবাহে রাত গড়ায় আদিঅন্তহীন, চলে তোমার ব্রত। এসো, চলে যাবো তুমি আমি ভূগর্ভস্থ্য এক মহা আনন্দে ; দুজনার হৃদ্যতায় জন্ম দেবো তৃতীয় বিশ্বের এক মহানায়ক ; ধীরোদাত্ত, ভালোবাসাদের জমা রাখবো মনের অলিন্দে, প্রজন্মের স্বরে দারিদ্র আর দুনীর্তিমুক্ত বাংলাদেশের আহবান থাকবে ; উদাত্ত। কল্পনায় তুমি গর্ভবতী হও আর আমি হই বাবা ; স্বপ্নেই রাজভোগ মুখে তুলে ধরে বলো : ‘খাবা’, ০১.০৪.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।