জামাত শিবির কোন ধর্মীয় রাজনৈতিক দল নয়। তারা ধর্ম অমান্যকারী ও কোরাণ অবমাননাকারী সংগঠন। কোরাণ অবমাননার বহু উদাহরণের মধ্যে সাম্প্রতিক কালের দুটো উদাহরণ দেয়া যায়--
১। সুরা বাকারা আয়াত ১৭৮ এ হত্যার বদলে হত্যার বিধান দেয়া হয়েছে; বলা হয়েছে--হে ঈমানদারগণ। তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কেসাস গ্রহন করা বিধিবদ্ধ করা হয়েছে।
অথচ জামাত শিবির ১৯৭১ সালের গণহত্যার বিচার বন্ধ করতে সহিংস আন্দোলন করছে; যার দ্বারা তারা কোরাণের বিধানকে অমান্য করছে।
২। সুরা আলহুজারাত আয়াত ১২ তে নিন্দা বা গীবত করা জঘন্য পাপ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে-- তোমাদের কেও যেন কারও পশ্চাতে নিন্দা বা গীবত না করে। তোমাদের কেও কি মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে।
রাজীবের মৃত্যুর পর তার নামে নানা মিথ্যা লিখে ব্লগে দেয়ার গীবত করে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মত পাপ করছে।
এর পরও কি জামাত শিবিরকে ধর্মীয় রাজনৈতিক দল বলা উচি্ৎ হবে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।