সিরিয়ার দামেস্কের কাছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীই যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়ে ওয়াশিংটন নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এতে যুক্তরাষ্ট্রের স্বার্থহানী হয়েছে মন্তব্য করে ওবামা বলেছেন, পরিস্থিতির উন্নয়নের জন্য এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন।
যুক্তরাষ্ট্রের পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসকে (পিবিএস) দেয়া এক সাক্ষাৎকারে ওবামা জানিয়েছেন, সিরিয়ায় ঠিক কখন সামরিক অভিযান চালানো হবে- তা এখনো ঠিক করেননি।
গতকাল বুধবার রাতে প্রচারিত ওই সাক্ষাৎকারে ওবামা বলেন, হামলার ধরন দেখে মনে হয় না যে বিদ্রোহীরা এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে। সরকারি বাহিনীই ওই অস্ত্র ব্যবহার করেছে। আর এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই ভূমিকা রাখা উচিত।
উল্লেখ্য, সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে টানাপড়েনের মধ্যেই ওবামার এই বক্তব্য এলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।