আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারী ২১

ফেব্রুয়ারীর ২১ এলো ঝরিয়ে অনেক রক্ত, মনের আশা পুরন করেছে মাতৃভাষার ভক্ত । মায়ের ভাষার ভক্ত তারা, তারা তাদের জীবন করে দান, রেখে গেছে মায়ের ভাষার মান । মা, মাতৃভাষা ও জন্মভুমির চেয়ে কম প্রিয় ছিলো তাদের প্রান । 'ঊর্দূ হবে একমাত্র রাষ্ট্রভাষা' -বলল যখন মোহাম্মদ আলী জিন্নাহ, বাঙ্গালীরা সেই অপবাদ করল তখন ঘৃণা । ঘৃণাভরে করল তারা শ্লোগান- সেই শ্লোগানে পাক হানাদার বাহিনী কেড়ে নিল কিছু তাজা প্রাণ ।

শহীদের রক্তে বাংলার মাটি হলো খাটি, পাক বাহিনী হলো কাবু '৭১ এ নির্মূল হলো পাক ঘাটি । রফিক,জব্বার,সালাম ,শফিক আরো নাম না জানা কতো ভাই, ভাষার জন্য উৎসর্গ করেছে তাদের তরতাজা প্রাণ তাদের প্রানের বিনিময়ে মোরা গাই ২১শের গান । ( এ বছরের শুরুর দিকে পঞ্চগড়ে বেড়াতে গিয়ে খাদেম নামে এক তরুনের সাথে পরিচয় । পরিচয়ের পর জখন সে জানতে পারে আমি লেখালেখির চেষ্টা করি, তখন সে আমাকে তার কবিতার ডায়েরী পড়তে দেয় । তার লেখাগুলা পড়ে আমার খুব ভালো লাগে, বলা যায় রীতিমত মুগ্ধ হয়ে যাই ।

সুযোগের অভাবে সে তার লেখাগুলো আমাদের সামনে তুলে ধরতে পারেনা, মনে হতেই আমার মন খারাপ হয়ে যায় । তার অনুমতি নিয়ে এই লেখাটা আজ আপনাদের সামনে তুলে ধরলাম... আশা করি আপনাদের ভালো লাগবে । ধন্যবাদ ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.