সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে
মগ্ন সত্তার দিন ফুরায়
না বলা কথাগুলো পৌঁছে যায়
স্বপ্নকথা বল রাত্রি-দিন
শীর্ণ সাদা চোখ হোক রঙিন
রৌদ্র স্নানে চলা যাত্রী সব
শুদ্ধ করে রাখো, আজ পরব
মৃত্যু ক্ষুধা ভরা যন্ত্রণা
শোকেরা দূরে থাক, কাঁদবো না
প্রাণেতে প্রাণ বাজে ছন্দময়
মেঘেরা উড়ে গেছে, আজ সময়
আলোরা নেচে গেছে দিগ্বিদিক
স্বজন প্রাণে ভোর পৌঁছে দিক
আকাশ কালো ঝড় উৎসারে
ক্লান্ত নাবিকেরা আজ পাড়ে
তুমিও কাছে থেকো এই মেলায়
ছন্দ কাঠিনাচ এই খেলায়
টুকরো মৃত্যুরই দিন জ্বলা
বৃক্ষ ছায়া হই এই বেলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।