সৃজনশীল সাহিত্যের শৈল্পিক প্রয়াসে নিমগ্ন একজন প্রকাশক
Click This Link
মন তুই যাস না দুরে উড়ে
গেলেও হবেনা ধরা তারে,
যেখানে যায় নদীর ঢেউ
সেখানে থাকেনা কেউ।
পথের মাঝে পথের দেখা
পথ চেনা তোর হয়না শেখা,
মিথ্যে লোভের স্বপ্ন নেশায়
মাতলি নতুন পথের আশায়।
তাই না রে মন কোন লোভেতে
নামলি পথে সাঁঝ বেলাতে,
রাতের শেষে আর এক ভোরে
দেখবি আছিস পথেই পড়ে।
ধোঁকায় পড়ে ওরে বোকা
খুঁজে খুঁজে মরিস একা,
সাধুর পথে পা বাড়ালে
একটা পথেই জীবন চলে।
আয় ছুটে সব মিথ্যে ঝেড়ে
সত্যটা রে বুকে ধরে
মন তোরে দেই সবার তরে।
জগত মাঝে একলা বেঁচে
লাভ কি হবে একলা মরে?
সবার তরে রইলো যে জন
সেই না হলো সত্য সু-জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।